Latest News

কম্পিউটার কি?



উত্তর: কম্পিউটার (Computer)শব্দটি গ্রীক কম্পিউট (Computer)শব্দ থেকে এসেছে।(Compute)শব্দের অর্থ গননা করা। কম্পিউটার শব্দের অর্থ গননাকারী যন্ত্র।পূর্বে কম্পিউটার দিয়ে শুধু হিসাব নিকাসের কাজই করা হত বলে এরুপ নামকরন করা হয়েছে। কম্পিটার হচ্ছে এমন এক ধরনের যন্ত্র যা মানুষের দেয়া যুক্তিসঙ্গত তথ্যের ভিত্তিতে অতি দ্রুত সঠিকভাবে কোনো  নির্ণয় কার্য সম্পাদন করতে   পারে এবং এটার ফলাফল নির্ধারন করতে পারে । বর্তমান যুগে কম্পিটারের ফলে এর সংজ্ঞা অনেক ব্যাপকতা  লাভ করেছে। কাজের অনেক নির্দেশ কম্পিউটারের স্মৃতিতে সংরক্ষন করা সম্ভব এবং প্রয়োজনে এটি একটির পর একটি করে সেসব নির্দেশ নির্ভূলভাবে ত্বরিত গতিতে নির্বাহ করতেপারে । হিসাব সিদ্ধান্ত  ও যুক্তিমূলক সমস্যার দ্রুত ও নির্ভুল সমাধানে দিয়ে মানুষের উদ্ভাবনী শক্তির কার্যকারিতার বাড়াতে সাহায্য করে কম্পিউটার ।এর গতি,বিশ্বস্ততা ও নির্ভরতা মানুষের অনুরূপ ক্ষমতায় তুলনায় অনেক উন্নত।

ICT Designed by Templateism.com Copyright © 2014

Theme images by Bim. Powered by Blogger.
Published By Gooyaabi Templates