Latest News

কম্প্যাক্ট ডিক্স কি?


উত্তর: অডিও, ভিডিও কিংবা উপাত্ত সংরক্ষনের অপটিক্যাল সংরক্ষক । এই পদ্ধতিতে একটি ঘূর্ণায়মান ডিস্কে  মাইক্রোস্কোপিক পিট আকারে ডিজিটাল সংকেতকে লিপিবদ্ধ করে রাখা হয় ।যা পরবর্তী সময়ে অপটিক্যাল পদ্ধতি বা লেজারের মাধ্যমে পড়া হয় । অডিও মাধ্যমে কম্প্যাট ডিস্ক বা সিডি বর্তমানে বহুল প্রচলিত । পাশাপাশি ভিডিও ও কম্পিউটার উপাত্ত সংরক্ষনের জন্যও এর  প্রয়োগ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

যেহেতু ফোকাসকৃত লেজার বিন্দুর আকার খুব ছোট ,সেহেতু একটি ডিস্কে অনেক তথ্য ধরে রাখা সম্ভব হয়। যেমন বর্তুলাকৃতির দুটি ট্রাকের মাঝখানে ব্যবধান মাএ ১…৬ মাইক্রোমিটার হলেই হয়। কাজেই ,১২সে.মি ব্যাসের একটি ডিস্কে ২০,০০০ট্রাকের সন্নিবেশ করা সম্ভব । ভিডিও রেকডিং –এর জন্য যেহেতু অধিকতর ব্যাপ্তিসীমা এর প্রয়োজন সেহেতু ভিডিও সিডি জনপ্রিয় হতে আরও কিছু সময় লাগতে পারে । তবে, ইতোমধ্যে রেকডিং-এর ভুলের মাত্রা শূন্যে নেমে আসাতে উপাত্ত স্টোরেজের ক্ষেত্রে সিডি ক্রমাগত জনপ্রিয় হয়ে উঠেছে। 

ICT Designed by Templateism.com Copyright © 2014

Theme images by Bim. Powered by Blogger.
Published By Gooyaabi Templates